২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৭ ডিসেম্বর, ২০২৫ - 07 December, 2025

রাজারহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

6 months ago
192


রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১০ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিশু শিক্ষার্থীদের হাতের লেখা ও অংকন প্রতিযোগীতা এবং সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে মানসম্মত শিক্ষা ণিশ্চিত করণের লক্ষ্যে এক আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। এসময় প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সঞ্চাললনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রির্সোস সেন্টারের পরিচালক বিকাশ চন্দ্র সরকার, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু, প্রধান শিক্ষক মকবুল হোসেন ও  আতাউর রহমান পাখি প্রমূখ। শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।#

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth