রংপুরে ৫ সাংবাদিকদের উপর হামলা, হামলার ঘটনায় থানায় মামলা

মযহানগর প্রতিবেদক:
রংপুর কাউনিয়া মীরবাগ ডিগ্রী কলেজের পেশাগত দায়িত্ব পালনকালে টয়লেট, ব্যাগ নিয়ে প্রবেশ, মোবাইল ফোন নিয়ে প্রবেশসহ নকলের মহোৎসবের ভিডিও করায় সাংবাদিকের উপর সংঘবদ্ধ মব হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা সাংবাদিকদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাদের ব্যবহৃত ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে।
এ ঘটনায় কাউনিয়া থানায় আহত বিজয় টিভির সাংবাদিক হামিদুর রহমান বাদি হয়ে কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীনসহ ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। সাংবাদিকদের উপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় রংপুরের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের দাবি করেছেন করেছেন তারা।
মামলার বাকী আসামীরা হলেন মোঃ তুহিন হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ময়নুল, মোঃ আলাউদ্দিন, মোঃ সাইদুল হোসেন ও মোঃ তরিকুল ইসলাম।
জানা যায়, অনার্স তৃতীয়বর্ষ পরিক্ষায় নকল সরবরাহের সংবাদ সংগ্রহ করতে গেলে কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মিলে শিক্ষার্থীদের উস্কে দিয়ে মব সৃষ্টি করে সাংবাদিকের উপর হামলা ও মারধর করে ভাঙচুর করেন ক্যামেরাসহ বুম।
ঘটনায় শিকার হওয়া সাংবাদিকরা হলেন, বিজয় টিভির সাংবাদিক হামিদুর রহমান, ক্যামেরাম্যান শাহীন আলম সাবু, প্লাস টিভি ২৪ অনলাইনের রিপোর্টার মেহেদী হাসান, ক্যামেরাম্যান মশিউর রহমান, ক্যামেরাম্যান আল আমিন।
ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যাতে সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। মামলায় অভিযোগ আনা হয়েছে যে, তারা ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করেছে, পাশাপাশি দাঙ্গা সৃষ্টি ও সরকারি কাজে বিঘ্ন ঘটিয়েছে।
রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী জানিয়েছেন, ঘটনার খুব দ্রুত তদন্ত করে আওতায় আনার দাবি জানান।
তিনি বলেন, এই হামলা শুধুমাত্র সাংবাদিকদের উপর নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। অবিলম্বে অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।