মহাসড়ক দুর্ঘটনা প্রতিরোধে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের সচেতনতামূলক সভা

পাগলাপীর(রংপুর)প্রতিনিধিঃ
ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগানকে সামনে রেখে তারাগঞ্জ হাইওয়ে থানার আয়োজনে অনুষ্ঠিত হলো মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামুলক বিট পুলিশিং সভা।গতকাল(১৩/৫/২৫) মঙ্গলবার সকালে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ এর উদ্যোগে পাগলাপীর বাজার গোলচক্করে অটোরিক্সা চালক,সিএনজি চালক, অটোচালক ও শ্রমিকদের নিয়ে মহাসড়কে ট্রাফিক আইন ' সংক্রান্তে একটি সচেতনতামূলক বিট পুলিশিং সভার আয়োজন করা হয়। মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধ সচেতনতামুলক বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান৷ প্রধান অতিথি রংপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন মহাসড়কে অটোরিক্সা চালানো যাবে না, মহাসড়কের উপরে কোন দোকানপাট বসানো যাবে না৷ প্রধান অতিথি আরো বলেন রংপুর - দিনাজপুর মহাসড়কে যানজট মুক্তকাজে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের পাশাপাশি সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে, পবিত্র ঈদুল আযহা রংপুর- দিনাজপুর মহাসড়ক নিরাপদ ও সুরক্ষিত করা সহ ঈদে ঘরে ফেরা মানুষ যাতে নির্বিঘ্নে বাড়িতে ফিরে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে এবং মহাসড়কে যানজট নিরসন, চুরি,ছিনতাই, ডাকাতি রোধকল্পে আগাম ব্যবস্থা গ্রহণ করেছেন হাইওয়ে পুলিশ৷ এদিকে তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন মহাসড়কে মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করতে হবে, রংপুর- দিনাজপুর মহাসড়কে আশেপাশে পশুর হাট বসানো যাবে না এবং মহাসড়কে গরুর ট্রাক লোড আনলোড করা যাবে না এতে করে মহাসড়কের যানজট সৃষ্টি হবে৷ এ সময় উপস্থিত ছিলেন হরিদেবপুর ইউনিয়ন বিএনপি নেতা সার্চ কমিটির সদস্য বাবুল ও হাইওয়ে থানার পুলিশ সদস্য, শ্রমিক সহ স্থানীয় জনসাধারণ৷