১৫ বছর পরে দুদকের মামলায় খালাস পেলেন সাবেক মন্ত্রী বিএনপি নেতা দুলু

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতা সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে দুদকের(দুর্নীতি দমন কমিশন) দায়েরকৃত অর্থ পাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তিনি বিএনপি’র লালনিরহাট সদর আসনের সাবেক সংসদ সদস্য দলের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। গতকাল মঙ্গলবার রংপুরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক হায়দার আলী এ রায় প্রদান করেন।
রংপুরে দুদকের দায়ের করা মামলায় ১৫ বছর পর তিনি আদালত থেকে এই ন্যায় বিচার পেলেন। ২০১০ সালে তার বিরুদ্ধে অর্থ পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধ আইনে এই মামলা করে রংপুর দুর্নীতি দমন কমিশন। দীর্ঘ ১৫ বছর পরে গতকাল মঙ্গলবার দুপুরে ওই মামলায় রায় প্রদান করে তাকে বেকসুর খালাস দেয়া হয়। এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী হারুন উর রশিদ।
আদালতের রায়ে বলা হয় সাবেক উপ-মন্ত্রী ও সংসদ সদস্য বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু মঙ্গলবার নির্ধারিত দিনে আদালতে হাজির হন। এ সময় আদালতের বিচারক নথি পর্যলোচনা করে দেখেন, রাষ্ট্রপক্ষ উক্ত মামলায় দীর্ঘ ১৫ বছরের শুনানিতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারিনি। এরপর আদালতের বিচারক তাকে ওই অর্থ পাচারের দুর্নীতি মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন। রায় ঘোষণার পরে আদালত প্রাঙ্গণে তার পক্ষের আইনজীবীরা এবং বিএনপি নেতা-কর্মী তাকে অভিন্দন ও শুভেচ্ছা জানান।
বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। আমি কখনো অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিলাম না। কখনো মিথ্যা দিয়ে সত্যকে পরাজিত করা যায় না। যা সত্য তা একদিন সূর্যের আলোর মতো আলোকিত হয়ে জ্বলবে। মিথ্যা যুগে যুগে পরাজিত হয় তা আজকের এই ন্যায় বিচারের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে আমাকে এই মিথ্যার গ্লানি নিয়ে আদালতে বারবার হাজির হতে হয়েছে। আজ তার অবসান হলো।