নীলফামারীতে ট্রেনে সামনে লাফিয়ে যুবকের আত্বহত্যা

নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী পুরাতন ষ্টেশনের প্লাটফম থেকে ট্রেনের সামনে লাফ দিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ( ১৪ এপ্রিল) বিকালে।
স্থানীয়রা জানায় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটী গামী “ রুপসা এক্সপ্রেস” ট্রেনটি নীলফামারী পুরাতন রেল ষ্টেশনে প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিনের সামনে লাফ দেয় ওই ব্যক্তি। এতে শরীর থেকে তার মাথা ও এক হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নিহত ব্যক্তির পরনে ছিল কালো ফুল প্যান্ট ও সাদা জামা এবং একটি লাল গামছা।
নীলফামারী পুরাতন ষ্টেশনের ষ্টেশন মাষ্টার ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধারের জন্য সৈয়দপুর রেলওয়ে থানাকে খবর দেয়া হয়েছে।