গঙ্গাচড়ায় পুলিশি সেবায় আর্থিক লেনদেন না করার অনুরোধ ওসি'র

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় পুলিশের সেবা গ্রহণের জন্য কোন অর্থ প্রদান করতে হয় না। তাই পুলিশি সেবা গ্রহণের ক্ষেত্রে যে কোন ব্যক্তির সাথে আর্থিক লেনদেন না করার জন্য সেবা গ্রহিতাদেরকে অনুরোধ জানিয়েছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
পুলিশি সেবার জন্য কেউ অর্থ দাবি করলে
তাৎক্ষণিক ওসি অথবা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার জন্যও তিনি আহ্বান জানান।
বৃহস্পতিবার দুপুরে তিনি "ওসি গঙ্গাচড়া" ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, 'আমি জানতে পাই যে, দালাল শ্রেণির কতিপয় লোক পুলিশের নাম ভাঙ্গিয়ে থানায় আগত সেবা গ্রহিতাদের পুলিশি সেবা পাইয়ে দিতে টাকা দাবী করেন। তাই ওই পোস্টটি দেই।
ফেসবুক পোস্ট দেখার পর কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা শাকিল সরকার বলেন, এমন একটা মহৎ পাব্লিক পোস্টের জন্য ওসি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ, তবে শুধু ওই পোস্ট দিয়েই হবে না, এ জন্য কঠোর পর্যবেক্ষণ করতে হবে।
আলমবিদিতর ইউনিয়নের বাসিন্দা লাল মিয়া, থানায় পুলিশের সেবার মান উন্নত ও ভালো উদ্যোগ নেওয়ার জন্য ওসিকে ধন্যবাদ জানান।