৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

খানসামায় জমি বিক্রির পর রাস্তা বন্ধ, বাড়ি থেকে অবরুদ্ধ পরিবার

1 month ago
44


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

”দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের চককাঞ্চন (সাটিশাহ পাড়া) এলাকায় জমি বিক্রির পরও রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনায় এক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। অভিযোগসূত্রে জানা যায়, মোঃ হাফিজুল ইসলাম নামের একজন ভুক্তভোগী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর তার বাড়ির সংলগ্ন রাস্তার দুই শতক জমি মোঃ নাইম ইসলাম ও মোঃ জুয়েল ইসলামের নিকট থেকে এক লক্ষ টাকায় ক্রয় করেন তিনি। বিক্রয়ের সময় জমির দখল বুঝিয়ে দিয়ে লিখিত অঙ্গীকারনামাও প্রদান করেন বিক্রেতারা।

ভুক্তভোগী হাফিজুল ইসলাম জানান, তিনি নিজ খরচে উক্ত জমিতে রাস্তা নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস ও চলাচল করছিলেন। কিন্তু গত ১৫ মে সকাল ১০টার দিকে ৬ জন ব্যক্তি নাইম ইসলাম, জুয়েল ইসলাম, মকবুল হোসেন, জবেদা বেগম, সুমন ইসলাম ও সোহেল ইসলাম ওই রাস্তা ভেঙে দিয়ে গাছ লাগিয়ে চলাচলের পথ বন্ধ করে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে দেন।

হাফিজুল ইসলাম অভিযোগ করেন, বাধা দিলে বিবাদীরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধরের হুমকি এবং প্রাণনাশের ভয় দেখান।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয়রা — মকসেদ আলী, আঃ জলিল ও দেলোয়ার হোসেনসহ অনেকেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বর্তমানে ভুক্তভোগী পরিবার চলাচলের রাস্তা বন্ধ থাকায় গৃহবন্দি অবস্থায় রয়েছে পাঁচটি পরিবার। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে করে পরিবারগুলো নিরাপদে চলাচল করতে পারে এবং আইনের যথাযথ প্রয়োগ হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন,আমি দুই পক্ষের অভিযোগ পেয়েছি এবং ডেকে মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু তারা কেউই উপস্থিত হয়নি। পরে বিষয়টি থানায় গড়িয়েছে।”

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজমূল হক বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth