রংপুরে জমি’র মামলায় ন্যায় বিচারসহ জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে জমি-জমা সংক্রান্ত মামলায় ন্যায় বিচারসহ জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
সকালে নগরীর রাধাবল্লভ এলাকায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুস্তম আলী জানান, রাধাবল্লভ মৌজায় ১৯৬৪ সালের খতিয়ানে তার নামে ২ দশমিক ০৭ একর এবং তার বাবা তৌয়ব উদ্দিনের নামে ২ দশমিক ০৯ একর জমি রেকর্ড করা ছিল। জমিগুলোর কিছু অংশ আফতাব উদ্দিন নামে এক ব্যক্তি বর্গাচাষ করতেন। রুস্তম আলীর বাবার মৃত্যুর পর ১৯৮০ সালে ভূমি অফিসকে ম্যানেজ করে ওই জমির কিছু অংশ আফতাব উদ্দিন নিজের নামে রেকর্ড করান এবং পরবর্তীতে সরকারী চাকুরী করা প্রভাবশালী ছেলে ও মেয়ের জামাইয়ের নামে দলিল করে দেন। ২০০৯ সালে আফতাব উদ্দিনের ১১ শতক জমির দলিল ভূয়া প্রমাণিত হওয়ায় তৎকালীন ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সালিশী বৈঠক হয়। প্রশাসনের সাথে আফতাব উদ্দিনের ছেলে ও জামাইয়ের সখ্যতার কারণে রুস্তম আলী অসহায় হয়ে পড়েন। ২০২২ সালে আফতাব উদ্দিনের পরিবারের সদস্যরা সেটেলমেন্টে ১৯৬৫ সালের খতিয়ানের একটি রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেন। পরবর্তীতে যথাযথ কাগজপত্র দাখিল করতে না পারায় তাদের মামলাটি খারিজ করে দেয়া হয়। সেই সাথে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পারায় জমির মালিক হিসেবে রুস্তম আলীকে ঘোষণা করা হয়। এরপর আফতাব উদ্দিনের পরিবারের সদস্যরা গত বছরের ১৭ ডিসেম্বর সন্ত্রাসী বাহিনী দিয়ে রুস্তম আলীর পরিবারের উপর হামলা চালায়। এতে রুস্তম আলীর বড় ছেলে রেজাউল করিম রেজাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রুস্তম আলী অভিযোগ করেন, সেটেলমেন্ট থেকে জমির মালিক হিসেবে ঘোষণা পাওয়ার পরও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে আফতাব উদ্দিনের পরিবার। রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি আমাদের কথা না শুনে গত ৫ মে একতরফাভাবে আফতাব উদ্দিনের পরিবারের পক্ষে রায় দিয়েছে। যা বৈষম্যহীন বাংলাদেশে আমাদের প্রতি অবিচার করা হয়েছে। অবিলম্বে ন্যায় বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপসহ মামলার আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ সময় উপস্থিত ছিলেন, রুস্তম আলীর স্ত্রী মুন্নিজান খানম, মেয়ে ফারজানা আক্তার, রাজিয়া সুলতানা।