৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

গঙ্গাচড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস রুম ছেড়ে অফিস রুমে লুডু খেলায় ব্যস্ত

4 weeks ago
94


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষান্মাসিক পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক রুনা লায়লার নেতৃত্বে সকল শিক্ষক মিলে অফিস কক্ষে বসে মোবাইল ফোনে লুডু খেলায় ব্যস্ত সময় পার করেন। সরজমিন ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে এমন চিত্র দেখা গেছে ১৮ মে গণিত পরীক্ষা চলাকালীন সময়ে । এ সময় তিনটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিকট পরীক্ষার প্রশ্ন ও খাতা ছিল। তারা খাতায় না লেখে শ্রেণিকক্ষেই হইচই করছিল।  প্রধান শিক্ষকের অফিস কক্ষে তার সাথে লুডু খেলারত অপর শিক্ষকরা হলেন আফসানা ও বিপ্লব কুমার।

বিদ্যালয়ের এমন চিত্র বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক রুনা লায়লা পাল্টা প্রশ্ন রাখেন উপস্থিত সংবাদকর্মীদের কাছে। তিনি বলেন, আমাদের বইগুলা ভাই কবে পাইলাম, এইটা আগে বলেন তো...।

এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান বলেন, সংশ্লিষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে ব্যবস্থা নিতে বলছি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক অবিভাবক বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার এ অবস্থার কারনে আমি আমার সন্তানকে এ স্কুল থেকে সরিয়ে অন্যত্র দিয়েছি। তিনি আরো অভিযোগ করেন যে বর্তমান সংশ্লিষ্ট এটিইওকে স্কুলের বিষয়ে অভিযোগ করেও লাভ নেই। তিনি স্কুল শিক্ষার উন্নয়নের পরিবর্তে নিজের পকেটের উন্নয়ন নিয়েই ব্যস্ত থাকেন।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন বলেন, মানুষ এ ধরনের বায়বীয় কথা বলতেই পারেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth