কাউনিয়ায় বৃষ্টির পানিতে ভেঙে গেছে সড়ক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার গুলশান মোড় থেকে নাজিরদহ বানিয়াটারী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের কাজ শেষ হতে না হতেই সামান্য বৃষ্টির পানিতে ভেঙে যাচ্ছে রাস্তা ও সোল্ডার। সড়কটি টেকসই ও দীর্ঘস্থায়ী করার দাবী স্থানীয়দের।
স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্র জানায়, দীর্ঘদিন ধরে গুলশান মোড়-হারাগাছ নাজিরদহ প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ছিল খানা-খন্দকে ভরা। যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা গতবছর পল্লী সড়ক সংস্কার প্রকল্পের আওতায় ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ২ দশমিক ৪০০ মিটার করে সড়কটি মেরামত ও সম্প্রসারণের জন্য নির্মাণ কাজটি পায় সঙ্গি ট্রেডার্স। চলতি মাসের শুরুতেই সড়কটি মেরামত ও সম্প্রসারণ সহ রাস্তার দুইপার্শে সোল্ডারে মাটির ভরাট এবং গাইড ওয়াল নির্মাণ কাজ শেষ হয়।
নাজিরদহ বানিয়াটারী বাসিন্দা তোবারক আলী বলেন, অপরিকল্পিত ভাবে পুকুরের পাশে সড়ক নির্মাণ কাজ করায় বৃষ্টিতে রাস্তা ভেঙে যাচ্ছে। যেখানে গাইড ওয়াল দেয়া উচিৎ ছিল সেখানে গাইড ওয়াল দেয়া হয়নি। এতে সরকারেরও যেমন ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ ও যানচলাচলে তেমন ক্ষতি হচ্ছে।
মোটরসাইকেল চালক হাফিজুর রহমান বলেন, রাস্তার কাজ শুরুর আগেও ভাঙা রাস্তার জন্য ভুগেছি। কাজ শেষ হতে না হতেই বৃস্টিতে রাস্তা ভেঙ্গে যাচ্ছে। ভাঙ্গা রাস্তা কবে যে আবার সংস্কার হবে তাও ঠিক নাই। ভেঙ্গে যাওয়া সড়ক দিয়ে চলাচল করতে হবে।
নাজিরদহ বানিয়াটারীর আব্দুল করিম বলেন, নির্মাণের সপ্তাহ না পেরুতেই তিন সপ্তাহ আগে
সামান্য বৃষ্টির পানিতে ভেঙে সড়ক গিয়েছিলো । দায়সারাভাবে কাজ সংস্কার করার ফলে বৃষ্টির পানিতে আবারো একই স্থানে সড়কের ভেঙ্গে গেছে। এছাড়া পুরো সড়ক জুড়ে বেশ কয়েকটি স্থানে সোল্ডার ভেঙ্গে গেছে।
ওই গ্রামের আরেক বাসিন্দা তালিম মোল্লা বলেন, উপজেলা সদর যাওয়া এই সড়কটি একমাত্র পথ। প্রতিদিন কয়েক শতাধিক ছোট যানবাহন চলাচল করে। দীর্ঘদিন পরে সড়কটি সংস্কার করা হলো। কিন্তু বৃষ্টি হলেই রাস্তা ভাঙছে। রাস্তার বালি ও মাটি সব আবাদী জমি ও পুকুরে এসে পড়ছে। গ্রামীণ জনপদের যোগাযোগ উন্নয়নে সড়কটি টেকসই ও দীর্ঘস্থায়ী করার দাবী স্থানীয়দের।
সোমবার সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কের একপাশে বিশাল বড় পুকুর থাকায় নেই কোনো গাইড ওয়াল। রবিবার রাতভর বৃষ্টির পানিতে সড়কটির প্রায় ১০ ফুট এলাকা ধসে পড়েছে। এতে করে চরম হুমকির মুখে পড়েছে সড়কটি।এছাড়া আরও কয়েকটি স্থানও সোল্ডার ধসে পড়ার মুখে রয়েছে।
সড়কটির সংস্কার কাজ তদারকির দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) কাউনিয়া উপজেলা উপ সহকারি প্রকৌশলী জাকিরুল ইসলাম বলেন, ভাঙা স্থান ঠিক করার কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। তিনি বলেন, নাজিরদহ বানিয়াটারী এলাকায় সড়কের কোল ঘেষে বিশাল পুকুর রয়েছে। বৃষ্টি হলে পানি জমে সড়ক ওপর দিয়ে পানি নেমে যাওয়ায় সড়কের একাংশ ধসে যায়। ওই স্থানে সড়কের ধস বন্ধে প্রোডাকশন ওয়াল নির্মাণ করা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) কাউনিয়া উপজেলা প্রকৌশলী মো: মনিরুল ইসলাম বলেন, ভেঙে যাওয়া স্থানগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমেই মেরামত করে দেয়া হবে। এছাড়া ওই স্থানে পাইপের মাধ্যমে পানি নিস্কাশনের পদক্ষেপ নেওয়া হয়েছে।