রংপুরে ফার্নিচার ফ্যাক্টরী ও সিএনসি ডিজাইন হাউসের মালিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
ফার্নিচার ফ্যাক্টরী ও সিএনসি ডিজাইন হাউসের মালিক, ইন্টেরিয়র ফার্ম সিএনসি ডিজাইন ফার্ম এবং নতুন উদ্যোক্তাদের নিয়ে রংপুরে চায়ের আড্ডা অনুষ্ঠিত হয়েছে।বুধবার রাতে নগরীর একটি হোটেলে উড টেক সল্যুশনের আয়োজনে পৃথিবীর শীর্ষ ফার্নিচার প্রোডাকশন কনসালটেন্ট নইমুল হোসেন খান এই মতবিনিময় করেন। তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, আধুনিক মেশিনারীজ ব্যাবহার করে, ফার্নিচার ব্যাবসাকে কিভাবে আধুনিকায়ন করে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এই বিষয়ে বিষদ আলোচনা করেন WTS এর সিইও। এসময় উড টেক সল্যুশনের চিফ মার্কেটিং অফিসার আহসানুল হক মোঃ শামিমসহ রংপুরে বিভিন্ন ব্যবসায়ী, কর্মচারী ও wts এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।