৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

তারাগঞ্জে টানা বর্ষনে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল

4 weeks ago
76


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কয়েকদিনের টানা বর্ষনে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল। নিরুপায় হয়ে পাকা ও অধাপাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। ভারী বৃষ্টিতে ধানের ক্ষেতসহ সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। পাকা ধান ক্ষেত তলিয়ে গেলেও কৃষকেরা বেশি দামে কৃষি শ্রমিক নিয়ে বৃষ্টি মাথায় নিয়ে ধান কেটে নিচ্ছেন। পানির নিচে ধান ক্ষেত পড়ে যাওয়ায় ডালি ও প্লাটিকের গামায় ধানের আগা কেটে উঁচু স্থানে নিয়ে কলার ভেলা বানিয়ে ধান ঘরে  তুলছেন। টানা বৃষ্টির কারনে কৃষকেরা ধান নিয়ে বিপাকে পড়েছেন। উপজেলার কুর্শা ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের কৃষক অবিনাস চন্দ্র বলেন, টানা বৃষ্টিতে দোলার ধান ক্ষেত তলিয়ে গেছে। কষ্ট করে বেশি দামে কৃষি শ্রমিক নিয়ে কলার ভেলায় করে ধান ঘরে নিয়ে আসলেও স্বপ্ন ফিকে যাচ্ছে। রোদ না থাকায় ধানে গাছ বের হচ্ছে। আলমপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের আকবার হোসেন বলেন, বৃষ্টির কারনে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। ৮০০ থেকে ১০০০ হাজার টাকা দিয়েও পাওয়া যাচ্ছে। সয়ার ইউনিয়নের বুড়িরহাট গ্রামের কৃষক মোফা হোসেন বলেন, তার ৯০ শতক জমির পটল ক্ষেত পানিতে ডুবে গেছে। করলা চাষি অজিত রায় বলেন, টানা বৃষ্টিতে করলা ক্ষেতে পচন ধরার উপক্রম হয়েছে। উপজেলা কৃষি অফিসার ধীবা রানী জানান, উপজেলার প্রায় ৮০ শতাংম ধান কর্তন শেষ হয়েছে। আশা করছি কৃষকদের বড় ধরনের ক্ষতির আশংকা নেই।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth