৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

3 weeks ago
49


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শুক্রবার সন্ধায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শুরুতে কেক কাটেন অনুষ্ঠানের উদ্বোধক অভিযাত্রিকের প্রতিষ্ঠাতা সভাপতি  অধ্যক্ষ সুফি মোতাহার হোসেন । অনুষ্ঠানের আলোচনা সভায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি মোঃ  তৈয়বুর রহমান বাবু’র সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ একরাম হোসেন এলিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বাংলাদেশ বেতার রংপুর এর  আঞ্চলিক পরিচালক মোঃ  আব্দুর রহিম, সড়ক ও জনপথ বিভাগ দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক , বিশিষ্ট শিক্ষাবিদ ও মাহিগঞ্জ কলেজ অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান সাজু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবু আহম্মেদ সিদ্দিক পারভেজ, সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের  সভাপতি মোঃ মাহমুদ উন নবী ডলার, রংপুর জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান,  কবি ও লেখক মোঃ আনোয়ারুল ইসলাম,  কবি, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মোঃ হামীম আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কামিটির আহবায়ক এ্যাড. ইসহাক ইরানী,  অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হাসান চান, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান প্রমুখ।  আলোচনা শেষে সম্মাননা স্মারক প্রদান ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth