৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

পলাশবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

3 weeks ago
70


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :

পলাশবাড়ীতে জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুরে পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ (৬) ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে লাবিব (৭)।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল আবিদ ও লাবিব।

খেলার একপর্যায়ে তারা ভেলা থেকে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth