১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

মিঠাপুকুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

4 weeks ago
159


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের মিঠাপুকুরে ১৭ হতে ১৯ মে ২০২৫, পর্যন্ত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী (অনাবাসিক) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মিঠাপুকুর উপজেলার সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ অংশ নেন। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকারের সহায়তায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্প বাস্তবায়ন করছে।

উপজেলা নির্বাহী অফিসার  বিকাশ চন্দ্র বর্মন প্রশিক্ষনে কোর্স কো- অর্ডিনেটর হিসাবে ছিলেন। প্রশিক্ষনে রির্সোস পার্সন ছিলেন সহকারী কমিশনার (ভূমি),  ওসি, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইএসডিও-এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মাসুদ রানা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী কল্পনা রায়। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে এ প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম বলে মত দেন বক্তারা।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth