১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

রংপুরে আলুর ঘর পরিদর্শনে পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক মো: সাইফুল ইসলাম

4 weeks ago
42


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের আলু চাষিদের খোঁজ নিতে ও কৃষি বিপনন অধিদপ্তরের আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপনন উন্নয়ন প্রকল্পের আওতাধীন আলুর মডেল ঘর পরিদর্শন করলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক  (অতিরিক্ত সচিব) মোঃ সাইফুল ইসলাম।

সোমবার (২৬ মে) বেলা ১২ টায় রংপুর নগরীর ছিলিমপুর বট্টো, দুর্গাপুরে নির্মিত আলুর মডেল ঘর পরিদর্শন করেন এবং সেখানে আলু চাষিদের সাথে মতবিনিময় করেন, এই ঘরের সুবিধা-অসুবিধা সমপর্কে জানেন।

এ সময় মহাপরিচালকের সাথে ছিলেন আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপনন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ারুল হক, উপ-প্রকল্প পটিচালক আব্দুল্লাহ আল মামুন, কৃষি বিপনন অধিদপ্তর রংপুরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাকিল আকতার, মাঠ ও বাজার পরিদর্শক শাহজালাল ইসলামসহ রংপুর অফিসের কর্মকর্তাগণ।

এ সময় মহাপরিচালক সাইফুল ইসলাম প্রকল্পের মডেল ঘর গুলোন পরিদর্শন করেন ও সেখানে উপস্থিত কৃষকদের সাথে মডেল ঘরের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন।

উল্লেখ্য কৃষি  মন্ত্রণালয়ের কৃষি বিপনন অধিদপ্তর, রংপুরের উদ্যোগে রংপুর জেলার আলু চাষিদের উপযুক্ত মূল্য প্রাপ্তিতে সহায়তা প্রদানের লক্ষ্যে বসতবাড়িতে আলু সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, বহুমূখী ব্যবহার বৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন ও রপ্তানী বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপনন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মডেল ঘর তৈরি করা হয়েছে। যা দেশীয় প্রযুক্তির বাঁশ, কাঠ, টিন, আরসিসি পিলার, আরএফএল নেট ও ককশিট দ্বারা নির্মিত। এর ধারণক্ষমতা ৩০ হাজার কেজি। এই মডেল ঘরে আলু ৪মাস পর্যন্ত ভালো থাকবে।  সংরক্ষণের জন্য বার্তি কোন খরচ নেই কৃষকের, এতে কৃষকের কোল্ড স্টোরেজ ও পরিবহন খরচ সহ মোট তিন লক্ষ টাকা সাশ্রয় হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth