১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে বকনা বাছুর বিতরণ

3 weeks ago
67


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল  মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিসারের র্কাযালয় চত্বর থেকে ওই বাছুর বিতরণ কার্যক্রমের  উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।

সমতল ভুমিতে বসবাসরত  অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নে লক্ষ্যে  সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ণ প্রকল্পের আওতায় ক্রসব্রীড বকনা বাছুর তালিকাভুক্ত সুবিধাভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৫ পরিবারের মাঝে ৭৫টি বাছুর বিনামূল্যে বিতরণ করা হয়।

 এ সময় কৃষি অফিসার এম সাদেকুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: ফজলুল কবির, প্রাণি সম্পদ  সম্প্রসারণ কর্মকর্তা ডা: জাকিউল হাসান উপস্থিত ছিলেন। উপজেলার চৈত্রকোল, বড়দরগাহ, মদনখালী, টুকুরয়া, বড় আলমপুর, শানেরহাট পাচগাছী ও চতরা ইউনিয়নের বর্ণিত সংখ্যক নৃ-গোষ্ঠি পবিারের মাঝে ওই সব বকনা বাছুর বিতরণ করা হয়।

 উপজেলা প্রাণি সম্পদ অফিসার জানান, বাছুর গুলো সুবিধাভোগীরা লালন-পালন করবে । উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় থেকে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth