বিরামপুরে রচনা ও বিতর্ক প্রতিযোগিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলা দূর্ণীতি দমন কার্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে বুধবার (২৮ মে) বিরামপুরে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কন্ফারেন্স রুমে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এতে বিরামপুর উপজেলা কমিটির সভাপতি উপাধ্যক্ষ একেএম শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, বিরামপুর কমিটির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস চৌধুরী, নির্বাহী সদস্য মাহমুদুল হক মানিক, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন, আদর্শ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকছেদ আলী প্রমূখ। রচনায় ৩জন, বিতর্কে ৬ জন ও শ্রেষ্ট ১জন বক্তাকে মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া সততা স্টোরের জন্য বিরামপুর আদর্শ হাইস্কুল ও বিনাইল হাইস্কুলকে ২২ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।