১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

রংপুরে জি.এম কাদেরের বাসায় হামলা, ভাঙচুর-মোটরসাইকেলে অগ্নিসংযোগ নগরজুড়ে উত্তেজনা

3 weeks ago
107


নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার (২৯ মে)  রাতে রংপুরের সেনপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দরীয় নেতা জি.এম কাদের এর বাসায় সশস্ত্র হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে সরকারের পৃষ্ঠপোষকতায় বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত তাদের দায়ী করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে নগরীর গ্র্যাাণ্ড হোটেল মোড় ও শহীদ মিনার এলাকাসহ সেনপাড়ায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সতর্ক টহল শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে রাত ৯টার সময় রংপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি সেখান থেকে সেনপাড়া পর্যন্ত যায়। এ সময় তারা জাতীয় পার্টিও বিগত সরকার আমলের ভূমিকা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি গ্র্যাাণ্ড হোটেল মোড় এলকায় পৌঁছিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায় নেতাদের বাধা উপেক্ষা করে মিছিলটি সেনাপাড়ায় জি.এম কাদেরের পৈতৃক বাসা স্কইভিউ এর সামনে এলে বিক্ষুব্ধ মিছিলকারীরা তার বাসায় হামলা চালায়। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখানে উপস্থিত না থাকায় মিছিলকারীরা নির্বিগ্নে হামলা চালিয়ে তারা আবার ফিরে আসতে থাকে। হামলার সময় বাড়িতে দরজা-জানালায় ব্যাপক ভাঙচুর করা হয়। হামলার সময় একটি গলির ভেতর থেকে একদল দুর্বৃত্ত জি.এম কাদেরের বাসার সামনে রাখা কয়েকটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এই খবর পেয়ে জাতীয় পার্টিও নেতাকর্মীরা সশস্ত্র প্রস্তুতি নিয়ে জি.এম কাদেরের বাসার চারদিকে নিরাপত্তা বলায় তৈরি করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ খবর লেখা পর্যন্ত রাত ১০টায় জাতীয় পার্টি সেন্ট্রাল রোড কার্যালয়ে জরুরি সভায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ডেকে সভা করছে। পাল্টা প্রস্তুতি হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলকারীরা রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমবেত হচ্ছে। পুলিশ সেনাপাড়ায় প্রবশে পথগুলো ঘিরে রেখেছে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় জি.এম কাদের বলেন, আমি বিশ্রাম করছিলাম। নেতাকর্মীরা চলে গেছে এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী সরকারের পৃষ্ঠপোষকতায় হামলা-ভাঙচুর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এদেশে এখন কেউ নিরপদ নয়। জাতীয় পার্টি কো-চেয়ারম্যান সাবেক রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বৈষ্যম্যবিরোধীরা আন্দোলনের ব্যানারে এই সশস্ত্র হামলা চালানো হয়। আমরা এর জবাব দিব। সে জন্য সভা ডেকে দলের নেতাকর্মীদেও মতামত নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth