৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

উলিপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

2 weeks ago
33


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে  শনিবার (৩১ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়।

র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, নারী প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন দপ্তর প্রধানসহ বিভিন্ন শেণি পেশার মানুষজন  অংশ নেন।

পরে উপজেলা পরিষদের হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশীদ। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর জয়নুল আবেদীন, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, 'তামাক শুধু একজন ব্যক্তির নয়, তার পরিবার ও সমাজের জন্যও এক ভয়াবহ অভিশাপ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মরণনেশা থেকে দূরে রাখতে হলে এখনই প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে, যাতে তরুণরা সচেতন হয়ে তামাককে না বলে। তাই তামাকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে সচেতন হতে হবে'।##

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth