৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

পীরগাছায় সালিশি বৈঠকে রায় বিপক্ষে দেওয়ায়  বাড়িতে হামলা: ব্যাপক ভাঙচুর ও লুটপা

3 weeks ago
73


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের ঘটনায় সালিশি বৈঠকে রায় বিপক্ষে দেওয়ায় দলবল নিয়ে হামলা চালিয়ে প্রকৃত জমির মালিকের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।  গতকাল শনিবার দুপুরে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি (উজানপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ঘরে আসবাবপত্র তছনছ, টাকা লুট, আম ও সুপারি গাছ কর্তনসহ ঘরে ব্যাপক ক্ষতি সাধন করে।

হামলাকারীরা আবারো ওই বাড়িটি ভাংচুর করে জ্বালিয়ে দিয়ে জমি দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন বলে ভুক্তভোগীরা দাবি করছেন। ফলে তারা আতংকিত হয়ে পড়েছেন।

জানা গেছে,  ওই গ্রামের পিপি মিয়া ছেলে মনিরুল ইসলামের সাথে তার প্রতিবেশি মাসুদ রানা তিব্বত ও বাবলু মিয়া সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল শনিবার ১২ টার দিকে গ্রামের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিসী বৈঠক বসে।

শালিসী বৈঠকে কাগজপত্র ও দলিলমুলে জমিটি মনিরুল ইসলামের বলে রায় দেয়া হলে বিপক্ষের লোকজন হইচই শুরু করে এবং মব সৃষ্টি করে ভাড়াটিয়া লোকজন নিয়ে মনিরুল ইসলামের বাড়িতে হামলা চালায়।  এসময় তারা দুটি ঘরের বেড়া, ঘরের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে এবং আম ও সুপারি গাছ কর্তন, দুটি বাই সাইকেল ভাংচুর করে নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। এসময় বাড়ির লোকজন শালিসী বৈঠকে থাকায় কোন হতাহত হয়নি।

ভুক্তভোগী মনিরুল ইসলাম বলেন, ৭৫ সালে জমিটি ক্রয় করা। যার দলিল ও ৯২ সালের রেকর্ড আমাদের নামে রয়েছে।  হঠাৎ করেই তারা ৪০ এবং ৬২ রেকর্ড নিজেদের বলে জমির মালিকানা দাবি করছে। এ নিয়ে শালিসী বৈঠকে রায় আমাদের পক্ষে দেওয়ায় তাঁরা মব সৃষ্টি করে আমাদের বাড়িতে হামলা চালায়। তাঁরা যে কোন মূল্যে খুন করে হলেও জমি দখলে নিতে চায়।  আমরা গরীব মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ঘটনা জানতে বিবাদী পক্ষের বাড়িতে গেলে ইউনুছ আলী নামে এক ব্যক্তি বলেন, জমিটি আমাদের। দলিল দেখতে চাওয়ায় এ ঘটনা ঘটেছে। কত মামলা হয় হউক, জমি দখলে নিতে হবে। এসময় তাঁরা আবারো হামলা করে বাড়িটি দখলে নেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নুরে আলম সিদ্দিকী বলেন,  এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth