৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক বিজিবি সদস্যর মৃত্যু

2 weeks ago
41


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজার রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বিডিআর (বিজিবি) সদস্যর মৃত্যু হয়েছে। রবিবার (০১ জুন) বেলা তিনটার দিকে পৌরসভার হায়াৎখাঁ গাবেরতল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা তিনটার দিকে চিলমারীর রমনা থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি  উলিপুর রেল স্টেশন ছেড়ে পৌরসভার হায়াৎখাঁ গাবেরতল এলাকায় পৌঁছিলে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মোস্তাফিজার রহমানের মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানান, ট্রেন আসার আগে থেকেই তিনি লাইনের ওপর বসে ছিলেন। তার হাতে ওষুধের প্রেসক্রিপশন ছিল। তাকে কিছুটা বিমর্ষ দেখা যায়।

নিহতের ছোট ভাই স্কুল শিক্ষক মিজানুর রহমান জানান, বড় ভাই মোস্তাফিজুর রহমান তৎকালীন বিডিআরে চাকরি করছিলেন। মাত্র ৯ বছর চাকরি করে অবসরে যান তিনি। এরপর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাকে ডাক্তার দেখানো হয়েছে। আজ সকালে হাতে প্রেসক্রিপশন নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা তিনটার পর খবর পাই তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ডিউটি অফিসার আলতাব হোসেন জানান, রমনা-পার্বতীপুর লোকাল ট্রেনে কাঁটা পরে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশকে পাঠিয়েছি।##

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth