রংপুর মহানগরী হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৩

আব্দুল্লাহ আল আমিনঃ
রংপুর মহানগরীর হারাগাছ থানা এলাকা হতে ০১ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩’র একটি আভিযানিক দল গত রোববার (১৪ জুন) রাতে জিআর নং-৪২১/২০ (শ), প্রসেস নং-৬৩/২৪ মূলে সাজাপ্রাপ্ত পরোয়ানায় পলাতক আসামী রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বানুপাড়া এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে মোঃ মনির হোসেন (৪৫)কে হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ বাজারস্থ ব্র্যাক অফিসের মোড় হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।