২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

পাগলাপীরে রংপুর জেলা ছাত্রদলের উদ্যেগে বৃক্ষরোপণ

2 weeks ago
37


আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন রংপুর জেলার ছাত্রদলের আহবায়ক কমিটি অন্যতম সদস্য মৃদুল ইসলাম শামীম ৷ গতকাল সকালে রংপুর জেলার ছাত্রদলের আহবায়ক কমিটি অন্যতম সদস্য মৃদুল ইসলাম শামীম এর নেতৃত্বে পাগলাপীরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হয় ৷ বৃক্ষরোপণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক সৈয়দ আব্দুল রাসেল সহ হরিদেবপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ৷ ভবিষ্যৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে রংপুর জেলার ছাত্রদলের আহবায়ক কমিটি অন্যতম সদস্য মৃদুল ইসলাম শামীম বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এবং কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে  আমি পাগলাপীরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করেছি।কর্মসূচিতে মৃদুল ইসলাম শামীম আরো বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিতে জনসাধারণকে অনুরোধ করেন ৷ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এবং পরিবেশ-বান্ধব সমাজ গঠনে ছাত্রদলের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন স্থানীয়রা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth