লালমনিরহাটে মসজিদে যাওয়ার পথে প্রাণ গেল ২ বন্ধুর

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রামে পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী মেরাজুল ইসলাম ও অনিক মিয়া নামে দুই বন্ধু নিহত হয়েছেন। মেরাজুল ইসলাম ঘটনাস্থলে আর অনিক মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যায়।
এর আগে শুক্রবার (২০ জুন) দুপুরের দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকার আলিউল হোসেনের ছেলে মেরাজুল ইসলাম (২৫) ও একই এলাকার একরামুর হকের ছেলে অনিক মিয়া (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামাজ পড়তে মোটরসাইকেল যোগে হাতীবান্ধার বড়খাতা বড় মসজিদে যাচ্ছিলেন দুই বন্ধু মেরাজুল ও অনিক। পথে বাউরা এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকাআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেরাজুলের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন অনিক। স্থানীয়রা অনিককে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
বড়খাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।