পরিবেশ দিবসসে রংপুরে বাপার ফলজ চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক:
প্লাস্টকি দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়. এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর অঞ্চল কমিটির আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল শনিবার রংপুর মহানগরীর কাছারী বাজার শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বনজ, ফলজ, ঔষধী নারিকেল ও তালগাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর অঞ্চলের আহবায়ক এডভোকেট শামীমা আক্তার শিরিন, রাখেন রংপুর অঞ্চলের যুগ্ম আহবায়ক হাসনীন আক্তার এ্যানি, যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার জামিল খন্দকার, সদস্য সচিব রসিদুস সুলতান বাবলু, সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির মানিক, সামসে আরা পারভীন, গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন, আসাদুজ্জামান আফজাল, মীর ইফতেখারুল হক পল্লব, মোছাঃ রহিমা খাতুন প্রমুখ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বক্তারা বলেন দেশ আজ মরুভূমির ধাবিত হচ্ছে এর মূলকারণ হচ্ছে বড় বড় বৃক্ষ না থাকার কারণে। তাই বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মধ্যে দিয়ে আগামী প্রজন্ম যাতে সুষ্ঠুভাবে বায়ু ও দুষণের হাত থেকে রক্ষা পায় সেজন্য আমাদেরকেই বৃক্ষ রোপণ ও রক্ষণা-বেক্ষণ করতে হবে।