২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

রংপুরে ইনক্লুশন অ্যান্ড জেন্ডার ইকুইটি প্রোগ্রাম শীর্ষক আলোচনা সভা

2 weeks ago
98


আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের

নিজস্ব প্রতিবেদক:

আরএইচস্টেপ- অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুর শাখার এর উদ্যোগে  আজ রোববার (২২ জুন) সকালে “ইনক্লুশন অ্যান্ড জেন্ডার ইকুইটি প্রোগ্রাম” শীর্ষক একটি গুরুত্ববহ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইউওয়াইপি প্রজেক্ট রংপুর শাখার কার্যালয়ে।

লৈঙ্গিক সাম্য আনবে সমতা ও অন্তর্ভুক্তি; গড়ে উঠবে সুস্থ, সুখী ও সমৃদ্ধ জাতি -এই প্রতিপাদ্যকে সামনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রংপুরে মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা আফরোজ,জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি, রংপুর বিভাগীয় রিজিওনাল ম্যানেজার ইশরাত জাহান ঈশিতা,জাতীয় মহিলা সংস্থার অফিসার ইনচার্জ,আশরাফুল ইসলাম, প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপিত, দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিন সম্পাদক ও প্রকাশক মাহবুব রহমান,

আরএইচস্টেপ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার ইউনিট ম্যানেজার তৌফিক আহম্মেদ।  এছাড়াও রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন কমিউনিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএইচস্টেপ- অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুর শাখার প্রজেক্ট অফিসার অনিমেষ রায়; অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউওয়াইপি প্রজেক্ট রংপুর শাখার ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল সংবর্ধনা জানানো হয়। এরপর পরিচিতি পর্ব শেষে জঐঝঞঊচ ও অপরাজেয় তারুণ্য (টণচ চৎড়লবপঃ) সম্পর্কে পরিচিতিমূলক সংক্ষিপ্ত বিবরণ ও “ওহপষঁংরড়হ ্ এবহফবৎ ঊয়ঁরঃ”শীর্ষক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরা হয়। এরপরে অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য প্রদান করেন। অতিথিবৃন্দের বক্তব্যের পরে অংশগ্রহণকারীগণ বক্তব্য রাখেন এবং তাদের ব্যক্তিগত নানান অভিজ্ঞতা তুলে ধরেন।

এই আয়োজনের মাধ্যমে ঝউএ-র শর্তসমূহ পূরণ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও টেকসই উন্নয়নের জনপদে পরিণত করতে সমাজের সকল স্তরে লৈঙ্গিক সাম্যভিত্তিক পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আলোচক ও অতিথিবৃন্দ সমাজে বিদ্যমান লৈঙ্গিক সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার এবং কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান। আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে একটি সচেতন ও সমতা ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সকলে।

সকলের বক্তব্য শেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন আরএইচস্টেপ- অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রজেক্ট), রংপুর শাখার প্রজেক্ট অফিসার অনিমেষ রায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth