ঠাকুরগাঁওয়ে পেনশন মেলা উপলক্ষে কর্মশালা

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে পেনশন মেলা উপলক্ষে কর্মশালার আয়োজন করা হয়। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
“সার্বজনীন পেশন স্কিমে অংশগ্রহণ, সুনিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন” এই স্লোগানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও ঠাকুরগাও জেলা প্রশাসকের যৌথ আয়োজনে কর্মশালায় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক-২ (উপসচিব) সিরাজাম মুনিরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন নাহার, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাঈম আশরাফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার, ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ইএসডিও’র ফোকাল পার্সন মো: শামীম হোসেন প্রমুখ।
শুরুতেই সার্বজনীন পেশসন স্কিমের বিভিন্ন দিক নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ৩৫টি স্কলসমূহী পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি।