রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা " থানায় অভিযোগ

পীরগঞ্জে দোকান ঘর ভাড়া নিয়ে মালিকানা দাবি
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে দোকান ঘর ভাড়া নিয়ে মালিকানা দাবি করছে ভাড়াটিয়া। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি দোকান ঘরের মালিকের স্ত্রী কে মারপিট করায় থানায় অভিযোগ। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার পাঁচগাছি ইউনিয়নের আমোদপুর গ্রামে বটতলী বাজারে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পাঁচগাছি ইউনিয়নের
আমোদপুর গ্রামের উত্তর অধিকারী দারকে নাথ সরকার যুদ্ধের সময় ভারতে যাবার আগে আমোদপুর গ্রামের বেশকিছু জমি রদবদল করে তিনি দেশ ছাড়েন। রদবদল ছাড়া কিছু জমি তিনি সরকারের হাতে বুঝে দেন। রদবদলকৃত জমি গুলো আমোদপুর গ্রামের বসবাসরত লোকজন ভোগদখল করে। এর মধ্যে কিছু জমি উক্ত গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আলিমুদ্দিন (ডি,সি,আর) মূলে ভোগদখল করে। ২০০৬ সালে আলিমুদ্দিন ২০০৬ সালে মৃত্যুর পর থেকে তার ৩ সন্তান হযরত আলী, মোকছেদ আলী, আপেল মিয়া আমোদপুর মৌজায় ৯৮৩ দাগে ২৮ শতক কৃষি জমি ভোগদখল করে আসছে। যাহারা জে এল নং ১৯৮ খতিয়ান নং ২১৬। বটতলী বাজারে সাথে হওয়ার কারনে সে জমি বাণিজ্যিক হারে ভুমি অফিস লীজ মানি গ্রহণ করে। ১৯১৮ থেকে ২০২৫ইং পর্যন্ত লীজ মানি পরিশোধের করে আসছে আলিমুদ্দিনের সন্তানরা। মাপযোগে আড়াই শত বর্গ ফিটের বাণিজ্যিক জমিতে দুটি দোকান ঘরের সরকার বিধি অনুযায়ী আপেল মিয়া লীজ মানি পরিশোধের করে আসছে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, আড়াই শত বর্গ ফিটের দুটি দোকান ঘর আপেল মিয়ার ব্যবসা করে আসছিল। তার সংসারে অভাব করনে সে একটি দোকান ঘর বন্ধ রাখে।
আমোদপুর গ্রামের সামাদ আলীর ছেলে লিংকন মিয়া আপেল মিয়ার নিকট হইতে ৩ বছরের জন্য বন্ধ দোকান ঘরটি ভাড়া হিসাবে গ্রহণ করে। তার কর্মসংস্থানের জন্য আপেল মিয়া লিংকনকে দোকান ঘরটি ভাড়া দেয়। লিংকন মিয়া কৌশলে উপজেলা ভুমি অফিসের সাথে আঁতাত করে নিজ নামে ঘরের লীজ মানি পরিশোধ করে। তখন থেকে সে ভাড়াটিয়া থেকে দোকানের মালিক দাবি করছে।
অভিযোগকারী আপেল মিয়া জানান যুদ্ধের পর থেকে আমার বাবা এবং পরবর্তীতে আমরা তিন ভাই ডি সি আর পরিশোধ করে আসছি।
এ বিষয়ে বিবাদী লিংকন মিয়া জানান আমি ৪ বছরের জন্য ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি,ভুমি অফিসের লোকজন ডি সি আর কাটতে আসলে আমার নামেই তারা ডি সি আর কেটে দেয়।
এ ব্যাপারে পীরগঞ্জ পাঁচগাছী ইউনিয়ন বিট পুলিশের এ এস আই মোয়াজ্জেম হোসেন বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।