৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কারমাইকেল কলেজ

3 weeks ago
77


নিজস্ব প্রতিবেদক:

নতুন একাডেমি ভবন, বিভাগ, আবাসিক হল, বাস, ক্যাম্পাসের যাতায়াত ব্যবস্থায় উন্নয়ন ও নিরাপত্তা জোরদারসহ ৩৭ দফ দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৩ জুন) বেলা ১১ টা থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে দাবি আদায়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তারা প্রশাসনিক ভবনে তালা লিগিয়ে দিলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ক্যাম্পাসে বিক্ষোভ শেষে তারা প্রশাসনিক ভবনে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে সেনাবাহিনী আসে সেখানে। সেনাবাহিনীকেও শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত শার্ট ডাউন না তোলার কথা জানিয়ে দেন। ৫ আগস্টের পর থেকেই দাবি আদায়ে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। কিন্তু ১০ মাসেও কোন ধরণের সমাধান মেলেনি শুধু আশ্বাস ছাড়া। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষা উপদেষ্টাকে স্বশরীরে এসে দাবির যৌক্তিকতা দেখে তা বাস্তবায়ন শুরুর দাবি জানান শিক্ষার্থীরা।

এ ব্যাপারে কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজার রহমান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেস্টার সাথে সব বিষয় নিয়ে আমরা কথা বলছি। লিখিতভাবে সব সমস্যার কথা জানিয়েছি। আমরা চাই দাবি গুলো দ্রুত বাস্তবায়ন শুরু হোক।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth