৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

পীরগঞ্জে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাল ট্রাক চালক

2 weeks ago
61


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে অজ্ঞাত গাড়ীর চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাল ট্রাক চালক। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের রামনাথপুর ইউনিয়নের বোর্ডের ঘর নামক স্থানে ওই ঘটনা ঘটে।

এতে ওই ট্রাক চালক পিষ্ট হয়ে নিহত হন। ওই চালকের নাম ফিরোজ মিয়া (৩৫) তিনি বগুড়া জেলার শাহজানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের বাবলু মন্ডল ছেলে। পুলিশ ও পত্যক্ষদর্শীরা জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী ভট্টা বোঝাই ঢাকা মেট্রো ট ১১-৩০১৩ ট্রাকটি বর্নিত স্থানে পৌছালে পিছনের বাম পাশের চাকা ফেটে যায়। ট্রাক চালক গাড়ী থেকে নেমে চাকা পরিবর্তন করতে যায়। এ সময় হঠাৎ করে চাকা খোলার রেঞ্জ ভেঙ্গে গেলে অন্য গাড়িকে থামার জন্য ডান পাশে গেলে অজ্ঞাত গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মহাসড়কে পড়ে থাকে। সকাল বেলা রাস্তায় প্রাতরাশ করতে যাওয়া এক নারী দেখতে পেয়ে চিল্লাচিল্লী করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করে।

বড়দরগাহ্ হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, নিহতের চাচাতো ভাই নাসিম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth