২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

রংপুর সদর উপজেলা কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান ও সার বিতরণ

1 week ago
55


আঃ রহিম, পাগলাপীর রংপুর:   

রংপুর সদর উপজেলার ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ

ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত হয়। রংপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার (পাঁচ) ইউনিয়নের কৃষকের মাঝে আমন ধান ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,রংপুর সদর উপজেলা কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান, সদর কৃষি সম্প্রসারন অফিসার মোঃ সারওয়ার হোসেন সহ কৃষি কর্মকর্তারা। এদিকে রংপুর সদর উপজেলা কৃষি অফিসার আবু মোঃ মনিরুজ্জামান বলেন কৃষকদের আমন ধানের উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে। আমরা কৃষকদের সব সময় পাশে থেকে পরামর্শ দিয়ে আসতেছি। প্রত্যেক কৃষককে বিনামূল্যে ৫ কেজি করে ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth