৩০ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

2 weeks ago
73


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে পড়ে সৈকত নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সৈকত উপজেলার কোচাশহর ইউনিয়নের রতনপুর গ্রামের ফারহান প্রধানের একমাত্র ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সৈকত তার বন্ধুদের সাথে বাড়ির উঠোনে খেলা করছিল। এক পর্যায়ে সকলের অজান্তে সৈকত বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। দুপুরের পর তার খেলার সাথী অন্যান্য শিশুরা উঠোনে থাকলেও সৈকতকে সেখানে দেখতে না পেয়ে তার বাবা-মা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করে। এক পর্যায়ে বাড়ির পাশ্বে পুকুরে সৈকতের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ পানিতে পড়ে সৈকতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, শিশু সৈকতের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth