৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

পীরগঞ্জে ইউটার্নের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

2 weeks ago
77


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুর ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার খেজমতপুর গনিরহাট এলাকার জনগণের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি ইউটার্ন নির্মানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) খাদিজা বেগম বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই স্মারকলিপি  প্রদান করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গনিরহাট বাজারের সামনে কোনো ইউটার্ন না থাকায় এলাকাবাসীকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয়। গনিরহাট এলাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ছাড়াও উপজেলার একমাত্র কচুর হাট থাকায় ভোগান্তিতে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীরা ফলে ঘটছে দুর্ঘটনা।

এদিন সকালে বাজার কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ইউএনও বরাবর স্মারকলিপি জমা দেয়। তাদের দাবির মুখ্য বিষয় ছিল খেজমতপুর গনিরহাট বাজারের সামনে একটি নিরাপদ ইউটার্ন নির্মাণ করা হোক।

স্মারকলিপি গ্রহণ করে ইউএনও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান  জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth