৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

রংপুরে ভোলা মিঞার স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

2 weeks ago
45


নিজস্ব প্রতিবেদক:

রংপুর জিএল রায় রোডস্হ পূর্ব কামাল কাছনা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম মোশারফ হোসেন ভোলা মিঞা তার জীবনে নিজের অর্থায়নে মানুষকে স্বাস্থ্য, বস্ত্র, খাদ্যসহ বিভিন্ন কাজে সহযোগীতা করতেন। ভোলা মিঞার মৃত্যুতে এখানকার ব্যবসায়ীসহ মানুষজন আশাহত হয়ে মরহুম মোশারফ হোসেন ভোলা মিঞা'র স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

সোমবার (৩০ জুন) বিকেলে জিএল রায় রোড, পূর্ব কামাল কাছনা মালিহা ট্রেডার্সের সামনে বাজার ব্যবসায়ীদের আয়োজনে উক্ত স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সকলের সম্মতিক্রমে বাজারের নাম  'ভোলা মিঞা'র বাজার' নামকরণ করা হয় ও সভা শেষে বাবুল অটো সেন্টার সেলস্ এন্ড সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় রংপুর সিটি করপোরেশন ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুন্নবী ফুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মরহুম ভোলা মিঞা'র বড় ছেলে নুরুন্নবী বাবুল, দৈনিক গণ আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেরাফুল হোসেন হিমেল, সমাজসেবক আখলাকুর রহমান খান পপি, মালিহা ট্রেডার্সের প্রোপাইটর মোহাম্মাদুল নবী বিদ্যুৎ, হোসেন ট্রেডার্সের প্রোাপাইটর হামিদুন্নবী , বিশিষ্ট ব্যবসায়ী শহিদ জামাল সাজিন সহ বাজারের সকল ব্যবসায়ী ও এলাকাবাসী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহমুদুন নবী বাবুল।

সভার শুরুতে মরহুম মোশারফ হোসেন ভোলা মিঞা'র স্বরণ সভা, 'ভোলা মিঞা'র বাজার ও বাবুল অটো সেন্টার' এর উদ্বোধন শেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth