ডোমারে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:
নীলফামারীর ডোমার পৌর এলাকার ১নং ওয়ার্ড কলেজ পাড়ায় মধ্যরাতে মাদক সেবনের দায়ে ২ মাদকসেবীকে আটক করে পুলিশ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ মাসের বিনাশ্রম জেল ও একশত টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এবং পৌর প্রশাসক শায়লা সাঈদ তম্বী।
বৃহস্পতিবার ৩ জুলাই রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন পৌরসভার ১নং ওয়ার্ড কলেজ পাড়া নিবাসী লেবু দাসের পুত্র চঞ্চল দাস (৩৬) এবং সদর ইউনিয়ন বড়রাউতা ছায়াপাড়া এলাকার মৃত হবিবর রহমানের পুত্র নয়ন ইসলাম (৩৭)।
দন্ডপ্রাপ্তদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী চঞ্চল দাসকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নয়ন ইসলামকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও জব্দকৃত গাঁজা তাৎক্ষণিক ভাবে ধ্বংস করা হয়েছে।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকালে চঞ্চল দাস এবং নয়ন ইসলামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।