২৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

ফেসবুকে রাজনৈতিক পরিচয় অস্বীকার, এখন রাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক

4 months ago
273


রাবি প্রতিবেদক:

“আমি একজন ছাত্রী, কেবলই ছাত্রী”—গত বছরের ৪ আগস্ট এমন জোরালো ঘোষণায় নিজেকে রাজনীতিমুক্ত দাবি করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এশা। সে সময় তিনি বলেছিলেন, “রাজনৈতিক কোনো ছাত্রসংগঠনের সাথে অতীতেও যুক্ত ছিলাম না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও হবো না ইনশাআল্লাহ।”

কিন্তু এক বছরের ব্যবধানে পাল্টে গেছে দৃশ্যপট। এখন সেই এশাই রয়েছেন রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে।

ফেসবুকে দেওয়া তার পোস্টে বলা হয়েছিল—

“অবস্থান স্পষ্ট! আমি একজন ছাত্রী! কেবলই ছাত্রী। আমার ছাত্রত্বের পাশে কোনো ধরনের ট্যাগ, যেমন: লীগ, দল, জামাত, শিবির যুক্ত করবেন না। এটা পরিষ্কারভাবে বলছি।”

তার এই ঘোষণার স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাসজুড়ে। শিক্ষার্থী মহলে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। রাজনৈতিক পরিচয় অস্বীকার করা কেউ কীভাবে একটি ছাত্রসংগঠনের শীর্ষ পর্যায়ে আসীন হলেন—তুলছে এমন প্রশ্ন।

ছাত্রদলের একজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা দুঃসময়েও রাজনীতি করেছে, মাঠে ছিল, আজ তাদের নামই নেই। অথচ যারা মুখে রাজনীতির বিরুদ্ধে ছিলেন, তারাই আজ পদে বসে রাজনীতি শিখাচ্ছেন।”

জানতে চাইলে জাহিন বিশ্বাস এশা বলেন, “ওই সময়টা ছিল সার্বজনীন ছাত্র আন্দোলনের সময়। তখন রাজনৈতিক পরিচয় সামনে আনলে সরকার আন্দোলনকে দমন করার সুযোগ পেত। তাই রাজনৈতিক ট্যাগ এড়িয়ে চলা ছিল কৌশল। আন্দোলন পরবর্তী বাস্তবতায় আমি মনে করি, তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়া প্রয়োজন। বিশেষ করে নারী নেতৃত্ব দেশের জন্য গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমার পরিবার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। পরোক্ষভাবে আমি সবসময়ই সেই চেতনার অংশ ছিলাম। এখন সেটা প্রকাশ্য রূপ পেয়েছে।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুলের কাছে এই বিষয়ে জানতে ফোন ও বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth