২৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচারের দাবিতে রাবিতে বিক্ষোভ

4 months ago
254


রাবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় ‘রাবিস্থ মিল্লাত পরিবার’-এর ব্যানারে প্যারিস রোডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ফেটে পড়ে শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন—“ইবিতে ছাত্র মরে, প্রশাসন কি করে?”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?”, “ইবিতে হত্যা কেন? ইন্টেরিম জবাব চাই”, “বিচার চাই, সাজিদের খুনিদের ফাঁসি চাই”।

মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার বলেন, ‘সাজিদ ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মেধাবী ছাত্র, হাফেজে কোরআন, সাংস্কৃতিক সংগঠক এবং জুলাই বিপ্লবের সম্মুখ সারির সংগ্রামী। অথচ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ১০ দিন পেরিয়ে গেলেও ইবি প্রশাসন শুধু ব্যর্থতার গল্প শুনাচ্ছে।’

‘রাবিস্থ মিল্লাত পরিবার’-এর সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হত্যা হওয়ার পরও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি—এটা জাতির জন্য লজ্জার। হত্যাকারীদের দ্রুত বিচার না হলে সারাদেশের মানুষ রাস্তায় নামবে।’

স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির আমিন বলেন, ‘সাজিদের নির্মম হত্যাকাণ্ড প্রশাসনের গাফিলতিরই প্রতিফলন। যদি সুষ্ঠু তদন্ত না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

উল্লেখ্য, গত ১৭ জুলাই শাহ আজিজুর রহমান হলের পাশের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। ৩ আগস্ট প্রকাশিত ফরেনসিক প্রতিবেদনে উঠে আসে, তাকে শ্বাসরোধে হত্যা করে পানিতে ফেলে রাখা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth