২৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিজয় র‍্যালি

4 months ago
315


রাবি সংবাদদাতা:

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাঙ্গণে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্লোগানে মুখর ছিল পুরো ক্যাম্পাস। ‘ফ্যাসিস্টের পতন হয়েছে, গণতন্ত্রের বিজয় আনতে হবে’, ‘গণঅভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়ন করো’, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ নির্বাচন চাই’—এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে প্যারিস রোড।

সংক্ষিপ্ত সমাবেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, ‘জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও একই জায়গায় রয়েছে। আবু সাঈদ, মুগ্ধ, সাকিব আনজুম ও শহীদ আলি রায়হানদের রক্ত এখনও গণতন্ত্র ফেরাতে পারেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটলেও গণমানুষের মুক্তি এখনও দূরবর্তী।’

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলীম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হলে ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়। যদিও কিছু মতপার্থক্য আছে, তবে ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করবে।

ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমীরুল ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটেছে বটে, কিন্তু গণতান্ত্রিক সরকার ও ব্যবস্থার জন্য আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনই সেই পথের একমাত্র সমাধান।’

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর হোসেন বাবু, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সভাপতি অধ্যাপক ড. এফ নজরুল, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কুদরত-ই-জাহান, রাবি রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. হাবিবুল ইসলামসহ প্রায় শতাধিক শিক্ষক ও দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth