২৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

বেরোবির পরিবহনে যুক্ত হচ্ছে আরও ৭টি বাস

4 months ago
108


বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে ৭টি বাস ভাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকবৃন্দের জন্য একটি কোস্টার এবং কর্মচারীদের জন্য একটি বাস ভাড়া নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই অনুমোদন প্রদান করা হয়।

এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে ৭টি নতুন যানবাহন যুক্ত হবে। খুব শিগগিরই বাস ভাড়ার চুক্তি সম্পাদনের মাধ্যমে সেগুলো পরিবহন সেবায় যুক্ত করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন বাসগুলো চালু হলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, “শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাস না থাকায় দীর্ঘদিন ধরে তারা ঠাসাঠাসি করে যাতায়াত করছে। অনেকেই জায়গা না পেয়ে পাবলিক পরিবহন ব্যবহার করতে বাধ্য হচ্ছে, ফলে তাদের অর্থব্যয় বাড়ার পাশাপাশি নানা ঝুঁকিও তৈরি হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পরপরই বাস ক্রয়ের উদ্যোগ নেয় এবং ইউজিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ করে। এরই ধারাবাহিকতায় আপাতত বাস ভাড়ার অনুমোদন দিয়েছে ইউজিসি। আমরা আশা করছি, দ্রুতই নতুন বাস কেনার জন্য বরাদ্দও পাওয়া যাবে।”

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি রূপালী ব্যাংক রংপুর জোন থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বাস কেনার জন্য ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth