২৯ ভাদ্র, ১৪৩১ - ১৩ সেপ্টেম্বর, ২০২৪ - 13 September, 2024
amader protidin

রোকেয়া বিশ্ববিদ্যালয় শীতের সকালে নতুন স্বপ্নের যাত্রা শুরু শিক্ষার্থীদের

আমাদের প্রতিদিন
1 year ago
560


নিজস্ব প্রতিবেদক:

মাঘ মাসের শীতের সকাল। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। প্রকৃতিতে বইছে উত্তরের হিমেল হাওয়া। এরই মধ্যে ছুটে এসেছেন নবীন শিক্ষার্থীরা। গাছ-গাছালিতে ভরা সবুজ চত্বরে নতুনদের আগমনে মুখর হয়ে উঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

গতকাল রোববার বিশ্ববিদ্যায়ের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। পুরো ক্যাম্পাস নতুনদের পদচারণে উৎসবমুখর। গতকাল রোববার শীতের সকালে হাজারের বেশি শিক্ষার্থীর নতুন স্বপ্নের যাত্রা শুরু হলো। প্রথম দিনে শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস উপলক্ষ্যে প্রতিটি বিভাগ, শ্রেণিকক্ষ নানা রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে। নবীন শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে প্রাণচঞ্চল শিক্ষাঙ্গন ও আশপাশ এলাকা। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন স্মরণীয় করে রাখতে নতুন সাজে শিক্ষার্থীরাও ভীষণ উচ্ছসিত।

নওগাঁ থেকে এসে ইতিহাস বিভাগে ভর্তি হয়েছেন প্রদীপ কুমার রায়। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়জীবনে প্রথম দিনের ক্লাস। এ যেন এক অন্য রকম অনুভূতি। এভাবে যেন প্রতিটি দিন অতিবাহিত হয়, এমনটাই প্রত্যাশা করি।’

প্রথম দিনের শিক্ষা কার্যক্রম শুরু হয় বেলা ১১টায়। প্রতিটি বিভাগ বেলুন দিয়ে সাজানো হয়েছে। নতুনদের বরণে পুরোনো শিক্ষার্থীদের ছুটোছুটিতে ক্যাম্পাসে বাড়তি আনন্দ ছড়িয়ে পড়েছে। শিক্ষক-কর্মচারীদেরও কর্মমুখর দেখা গেল।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, ছয়টি অনুষদে ২২টি বিভাগের ১ হাজার ৩০০ নতুন শিক্ষার্থী এ বছর ভর্তি হয়েছেন। নবীন শিক্ষার্থীদের অভিবাদন জানাতে কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও প্রতিটি বিভাগের নিজস্ব আয়োজনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে।

নতুনদের পদচারণে গমগম করছে চারটি একাডেমিক ভবন। বাংলা বিভাগে দেশীয় খাবার মুড়ি-মুড়কি আর মিষ্টি মুখে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় পর্ব শেষে নানা দিক দিয়ে শিক্ষকেরা আলোচনা করছেন। আলোচনা পর্বে কখনো নিস্তব্ধতা, কখনো হাসির আওয়াজ ভেসে আসছে কক্ষ থেকে।

কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড.তুহিন ওয়াদুদ বলেন, নবীন শিক্ষার্থীদের প্রথম দিনের এমন অনুষ্ঠানে প্রতিটি বিভাগ নতুনভাবে সেজেছে। নবীনদের বরণে উৎসবের আমেজ। ক্যাম্পাসের সবুজ চত্বর নতুনদের পদচারণে জেগে উঠেছে।

প্রথম দিন ক্লাসে এসে উচ্ছসিত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নূর আফসানা মাহজাবিন। তাঁর বাড়ি বগুড়া জেলায়। তিনি বলেন, ‘আজ থেকে নতুন স্বপ্নের যাত্রা শুরু হলো। প্রথম দিনের অভিজ্ঞতা বেশ ভালো। পড়াশোনার পাশাপাশি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা আছে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদ বলেন, সুষ্ঠুভাবে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সশরীর আজ প্রথম ক্লাস শুরু হলো। প্রতিটি বিভাগে শিক্ষকদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের প্রথম দিনের পরিচিতি পর্ব হয়। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সবার মধ্যে আনন্দ-উচ্ছাস। তিনি আরও বলেন, ‘আমি ক্যাম্পাসে অবস্থান করে শিক্ষকদের নিয়ে সার্বক্ষণিক কাজ করছি। সেশনজট নেই বললে চলে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীরা তাঁদের শিক্ষা কার্যক্রম শেষ করতে পারবে।’

 

সর্বশেষ

জনপ্রিয়