বিরামপুরে যুগান্তরের দুই যুগে পদার্পণ উৎসব পালিত
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে শিশুদের নিয়ে আনন্দ উল্লাসে কেক কাটার মাধ্যমে প্রতষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দৈনিক যুগান্তরের বিরামপুর প্রতিনিধি মশিহুর রহমানের উদ্যোগে বুধবার সকালে শহরের সিইডি ইন্টারন্যাশনাল স্কুলে শিশুদের নিয়ে কেক কাটা হয়। এসময় শিশুরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। স্কুলের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। মিষ্টিমুখ করার মাধ্যমে উপস্থিত সকলে দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেছেন।