৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

মাদারীপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আমাদের প্রতিদিন
1 year ago
560


উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন
ঢাকা বিভাগ

খবর বিজ্ঞপ্তির:

মাদারীপুর সদর উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেছেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। সোমবার (০৬ ফেব্রুয়ারি) উপজেলার আছমত আলী খান মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৬৯ টি মাধ্যমিক শিক্ষা পতিষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এই উদ্বুদ্ধকরণ কর্মশালায় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মো. ওবাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার ও মাদারীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো: সাইদুর রহমান। মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যক্রম বহির্ভূত সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত এ কর্মসূচিটি বাস্তবায়ন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্জয় কুমার পাল। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার মোঃ জাফর হোসেন। এসময় বিশ্বসাহিত্য কেন্দ্রের মনিটরিং অফিসার সমরেন্দু বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. নাজমুল হক ও আরশাদুল হক এবং উপজেলার কর্মসূচিভূক্ত ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালার প্রধান অতিথি ড. রহিমা খাতুন বলেন, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন। এর জন্য তিনি ৪টি ইন্ডিকেটর নির্ধারণ করেছেন। এর মধ্যে দুটি হলো- স্মার্ট সিটিজেন ও স্মার্ট সোসাইটি। এই দুটি ইন্ডিকেটর এই প্রকল্পের সাথে সরাসরি জড়িত। আমাদেরকে স্মার্ট সিটিজেন হতে হলে অবস্যই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন প্রতিটি প্রতিষ্ঠানে অবশ্যই লাইব্রেরি থাকবে হবে এবং শিক্ষার্থীদের মাঝে পড়ার অভ্যাস আপনাদেরকেই গড়ে দিতে হবে। এছাড়াও তিনি অভিভাবক সমাবেশে অভিভাবকদের মাঝে বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করার আহ্বান জানান।

বিশেষ অতিথি এ্যাড. মো. ওবাইদুর রহমান বলেন, বই হচ্ছে জ্ঞানের জন্য আর মানুষের মঙ্গলের জন্য হলো জ্ঞান। আমরা সেই জ্ঞানের পথেই হাঁটবো। সারাবিশ্বে আমাদের মাথাউঁচু করে দাঁড়াতে হলে অবশ্যই আমাদের পাঠাভ্যাস বাড়াতে হবে, তাহলেই জাতির পিতার স্বপ্ন পূর্ণ হবে।

মাদারীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: সাইদুর রহমান বলেন, আমাদের মনের বিস্তৃতির জন্য বই পড়তে হবে। আমাদের শরীরের চিকিৎসার জন্য দিনদিন সরকারি বেসরকারি হাসপাতাল তৈরি হলেও মনের চিকিৎসার জন্য কোন পতিষ্ঠান তৈরি হয় না। এজন্য আমাদের লাইব্রেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা শিক্ষকরাই পারি আমাদের শিক্ষার্থী তথা সন্তানদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে এবং বই পড়তে উদ্বুদ্ধ করতে।

কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন বলেন, ২০৪১ সালে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, আর তা বাস্তবায়ন হবে আজকের শিক্ষার্থীদের মাধ্যমেই। আজকের যারা শিক্ষার্থী তাদেরক সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, জাতির পিতা সোনার বাংলার জন্য সোনার মানুষ চেয়েছিলেন আর এই সোনার মানুষ পেতে হলে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগড়দের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর মাধ্যমে দেশের ৬৪ জেলার ৩০০ উপজেলার ১৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth