পীরগঞ্জে ওয়াল্ড ভিশনের অর্থ সহায়তা প্রদান
আজাদুল ইসলাম আজাদ পীরগঞ্জ (রংপুর):
রংপুরের পীরগঞ্জে গ্রামীণ ইউপিজি হতদরিদ্র পরিবারদের পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা কর্মসুচীর আওতায় হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার উপজেলার সোনাকান্দর গ্রামে ওয়াল্ড ভিশন বাংলাদেশ পীরগঞ্জ শাখার উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আফরোজ ফারহানা, মহিলা কাউন্সিলন মরিয়ম বেগম, কিশোরগাড়ী ভিডিসির সভাপতি আঃ রাজ্জাক রাজু, সোনাকান্দর গ্রামের ভিডিসির সভাপতি ওয়াজেদ মন্ডল. ওয়াল্ড ভিশনের প্রোগাম অফিসার আমজাদ হোসেন ও টেকনিক্যাল স্পেশালিষ্ট তাহমিদুর রহমান রতন প্রমুখ । সভায় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে ওয়ালড ভিশনের পক্ষ থেকে ৪২ হতদরিদ্র মহিলার প্রত্যেককে ১৮ হাজার ৩শ’৩৩ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয় । উল্লেখ গত সোমবার টুকুরিয়া ইউনিয়নের হতদরিদ্র পরিবারের প্রত্যেককে অনুরুপ অর্থ প্রদান করা হয়।