তারাগঞ্জে নারী দিবসে কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে আজ বুধবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানার সভাপতিত্বে উক্ত আলোচন্ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান লিটন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওছার জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।