৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

উত্তরায় ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই

আমাদের প্রতিদিন
1 year ago
330


ঢাকা অফিস:

রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে বেসরকারি ব্যাংক ডাচ বাংলার গাড়ি থেকে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তুরাগ থানার ডিউটি অফিসার এসআই শেখ জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।   তিনি বলেন, খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি), ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ জানায়, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি গ্রুপ গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি বুথের এটিএম মেশিনে টাকা রাখতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ওই গাড়িতে সাড়ে ১১ কোটি টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth