৭ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

হাতীবান্ধায় মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ

আমাদের প্রতিদিন
2 years ago
493


হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।  রোববার (১২ মার্চ) বিকেলে উপজেলা ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের ছালাবেচা এলাকা থেকে ওই মর্টারশেলটি উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় একটি পুকুরের পানিতে খেলতে গিয়ে মর্টারশেলটি দেখতে পায় এক কিশোর। ওই কিশোর সেটিকে লোহা ভেবে খেলতে খেলতে বাড়িতে নিয়ে আসে। স্থানীয় লোকজন এটি দেখার পর স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয় এটি মর্টারশেল। ধারনা করা হচ্ছে এটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টারশেল

হাতীবান্ধা থানার ওসি শাহাআলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth