পীরগাছায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নাজমুল হক সুমন। এসময় বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুছ ছালাম, ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, মোস্তাফিজার রহমান রেজা, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, সাধারন সম্পাদক তাজরুল ইসলাম, বেকারী মালিক সমিতির সভাপতি হায়দার আলী বাবু প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।