রংপুরে লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর ধাপ এলাকায় লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটর সভাপতি এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সৈয়দ সাইফুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপ কমিটির আহবায়ক মোঃ শরিফুল হক সুমন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, গভর্নিং বডির সদস্য মিঠু মিয়া, মোকছেদুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, জেসমিন বেগম, , শিক্ষক প্রতিনিধি মোঃ আশরাফুল আলম, শাহাজাদী মোরসেদা জোহান, আনম সরওয়ার হোসেন, এলাকাবাসী রাজু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজীয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।