২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

রংপুরে কতিপয় কবিতাকর্মির আয়োজনে সম্মাননা স্মারক প্রদান

আমাদের প্রতিদিন
1 year ago
340


নিজস্ব প্রতিবেদক:

কতিপয় কবিতাকর্মি রংপুরের আয়োজনে বাবুখাঁ নজরুল সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ রশিদুস সুলতান বাবলুকে সমাজকর্মে  বিশেষ আবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। আজ রবিবার বিকালে নগরীর পাবলিক লাইব্রেরী হলরুমে কতিপয় কবিতাকর্মি রংপুরের আয়োজনে বাবুখাঁ নজরুল সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ রশিদুস সুলতান বাবলুকে সমাজকর্মে  বিশেষ আবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক যুগ্ম সচিব  নারায়ন চন্দ্র বর্মা।  এ সময় উপস্থিত ছিলেন অঞ্জলিকা সাহিতের সম্পাদিকা কবি দিলরুবা শাহাদৎ, অধ্যাপক মোস্তফা তোফায়েল হোসেন, এটিএন বাংলার রংপুর ব্যুরো প্রধান মাহাবুবুর রহমান, সাংবাদিক নজরুল মৃধা, কবি বাদল রহমান , ভালোবাসার কমি জোসেব আক্তার, রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারন সম্পাদক জাকির আহমেদ, আইডিয় প্রকাশনার সম্পাদক সাকিল মাসুদ প্রমুখ। 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth